স্বস্তি নেই মাংস-সবজির বাজার
রাজধানীর বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, গরুর মাংস। এজন্য মধ্যবিত্ত পরিবারের কাছে হয়ে পড়েছে আকাশ ছোয়া দাম। এছাড়াও চড়া দামেই বিক্রি হচ্ছে নানা ধরনের সবজি।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে৷ অথচ গত সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে।
এছাড়াও মাংসের বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি গরুর মাংসের জন্য৷ মুরগির ডিমের ডজন এদিন ১৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে৷
বাজারে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস দরে৷ শশার কেজি ৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করলা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে বেগুন।
সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। কেজি ২০ টাকা। এছাড়াও সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।
দুই সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।