পুঁজিবাজারে বড় পতন!
সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন চলছে বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে।
বুধবার (২ অক্টোবর) সূচকের ঘরে ৫ হাজার ৬২৪ পয়েন্ট নিয়ে লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ১১৪ পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এরপর সামান্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও তা স্থায়ী হয়নি। বেলা ১১টা ৪০ এ প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪৮৪ পয়েন্টের ঘরে, যা আগের দিনের চেয়ে ১০২ পয়েন্ট কম।
আগের দুই দিনও সূচক পতন দেখেছে ডিএসই। মঙ্গলবার ডিএসইএক্স ৩৮ পয়েন্ট হারায়; লেনদেন হয় ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। অন্তর্বীর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটাই সবচেয়ে কম লেনদেন।
গত সোম ও মঙ্গলবার দুই দিন সভা করে বিএসইসির রাশেদ মাকসুদ কমিশন। ওই দুই দিনই টানা পতনে সূচক কমেছে প্রায় ৭২ পয়েন্ট, আর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৪৭৫ কোটি টাকা।
সেই পতনের ধারা বুধবারও চলছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩২৮টির, আগের দরে লেনদেন হচ্ছিল ৩১টি কোম্পানির শেয়ার।