বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ১৬ আগস্ট ২০২৪

কমেছে সবজির দাম, তবে উর্ধ্বমুখী পেঁয়াজ ও চালের বাজার

কমেছে সবজির দাম, তবে উর্ধ্বমুখী পেঁয়াজ ও চালের বাজার
সংগৃহীত

সরকার পতনের পর থেকে কমতে শুরু করেছে কিছু কিছু সবজির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে৷ তবে সুখবর নেই পেঁয়াজ ও চালের বাজারে। 

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম আগের তুলনায় বেশ কমেছে৷

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম কমায়, খুচরা বাজারেও সবজির দাম কমে এসেছে। 

এরমধ্যেই দাম কমেছে পেঁপে, পটল, চিচিঙ্গা, ধুন্দল, ঢেঁড়স, বেগুন, শশা, কাঁচামরিচের।

সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজের দাম। ১০০ টাকা থেকে ১২০ টাকায় উঠে এসেছে এই পণ্যের দাম। 

রূপনগর দুয়ারিপাড়া এলাকার সবজি বিক্রেতা আসাদ সংবাদ পরিক্রমাকে বলেন, আড়তে সবজির দাম কমায় সব সবজির দাম কমছে৷ আড়তের ওপরই সব নির্ভর৷ ওইখানে দাম কম থাকলে এইখানেও কম থাকবে।

সবজির বাজারে স্বস্তির বাতাস বইলেও পরিবর্তন নেই চালের বাজারে৷ অনেকটা চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরণের চাল। 

বাজারে নিম্নআয়ের মানুষের চাল হিসেবে পরিচিত স্বর্ণা কেজিপ্রতি ৫৫ থেকে ৫৬ টাকা। আর পাইজাম কেজিপ্রতি ৫৮ থেকে ৬০ টাকা। আটাশ কেজিপ্রতি বেড়েছে ৩-৪ টাকা। এদিকে মিনিকেট কিনতে গুনতে হবে ৭০ থেকে ৭৩ টাকা। নাজিরশাইল চালের ভাত খেতে ৭২ থেকে ৭৫ টাকা গুনতে হবে।

জনপ্রিয়