শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সংবাদ পরিক্রমা ডেস্ক :

প্রকাশিত: ১০:৫৩, ১২ জুন ২০২৪

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম
সংগৃহীত

ভারতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দু’সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ বলে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদন বলা হয়, পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং ঈদের আগে বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও বৃদ্ধি পাচ্ছে এর দাম।  

এতে রয়েছে, নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৭ টাকা। কিন্তু সোমবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬ টাকা। অন্য দিকে, ইতোমধ্যেই মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে ভালো মানের পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা ছাড়িয়ে গিয়েছে। চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আ/ম

জনপ্রিয়