ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের এয়ারবাস
আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নুতন রূপে রাঙ্গিয়ে তুলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বৃহদাকার এয়ারক্রাফট ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত হওয়ার মাধ্যমে। এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে আজ শুক্রবার ৯ ফেব্রুয়ারী দুপুর ৩:১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে এয়ারবাসটিকে অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম সহ লন্ডন, রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে বলে জানান, ইউএস-বাংলার মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম।
নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দু’টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এয়ারক্রাফটগুলো গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের অগ্রযাত্রা সহ দেশের এভিয়েশনের মঙ্গলকামনা করে প্রার্থনা করা হয়।