শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ৬ এপ্রিল ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও যানজট তৈরি হয়নি। ফলে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে উত্তরবঙ্গের মানুষেরা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। শুক্রবার রাতে এ চাপ আরও বৃদ্ধি পায়। যানবাহনের বাড়তি চাপ থাকলেও মহাসড়কের কোথাও গাড়ির যানজট তৈরি হয়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, যানবাহনের চাপ বাড়ায় রাতে উত্তরবঙ্গ থেকে আসা ট্রাকগুলোকে এলেঙ্গা হয়ে ঢাকার দিকে পাঠিয়ে দেয়া হয়েছে। আর ঢাকা থেকে যানবাহনগুলো সরাসরি সেতু পার হয়েছে। সে কারণে অতিরিক্ত যানবাহন থাকলেও যানজটের সৃষ্টি হয়নি।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ২৮ হাজার ৭১০টি যানবাহন পার হয়েছে। এ থেকে রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

আ/ম

 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়