শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

পবিপ্রবি প্রতিনিধি :

প্রকাশিত: ১২:১২, ৪ এপ্রিল ২০২৪

কেমন চলছে শিক্ষার্থীদের ঈদের কেনাকাটা!

কেমন চলছে শিক্ষার্থীদের ঈদের কেনাকাটা!
ঈদ কেনাকাটা

ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ। তাই এবারে ঈদ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আর মাত্র কিছু দিন পরই ঈদ। আকাঙ্ক্ষা নতুন করে নিজেকে সাজিয়ে তোলার। আর এই ঈদ আয়োজনে মেতে উঠেছে দেশের সকল স্তরের মানুষ। ঈদ বাজারে বাড়ছে ক্রমান্বয়ে ভিড়। উৎসবের পসরা সাজিয়ে নতুন করে সেজে  উঠেছে প্রতিটি শহর। জুড়ে উঠেছে পোশাকের রংবেরঙের  মার্কেট 

রমজানের অর্ধেক পেরুতেই ক্রমান্বয়ে বাড়ছে ক্রেতাদের ভিড়। গত বছরের তুলনায় এ বছরে দাম যেন সব কিছুইতেই তুলনামূলক বেশি। নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, কাওরান বাজারে চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈদের  কেনাকাটা। গত বছরের তুলনায় এ বছর মানুষের নাগালের বাহিরে জিনিসের দাম দাবি ক্রেতাদের। এত দর বৃদ্ধিতেও মার্কেটে চলছে উপচে পরা ভীড়। সামর্থ্য অনুযায়ী সবাই কিনছে এবারের ঈদের  পোষাক। 

ঈদ এলেই বাড়ে মার্কেটে ভিড়। অত্যাধিক দর বৃদ্ধিতে ঈদ কেনাকাটা যদিও শিক্ষার্থীদের খানিক প্রতিকূলতা সৃষ্টি করছে। তবুও ঈদের আবেশ জেগেছে প্রত্যেকের মনে। কম হোক বা বেশি, এই ঈদে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি মনে ঈদ আয়োজনে মেতেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়