ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে হট্টগোল, সামাল দিল সেনাবাহিনী

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বিচিত্রানুষ্ঠানে দর্শকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির আগেই পরিস্থিতি সামাল দিয়েছে সেনাবাহিনী।
শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে আয়োজিত ছাত্র সমাবেশ ও বিচিত্রানুষ্ঠানে এই ঘটনা ঘটে।
জানা যায়, এর আগে রাত ৮টার দিকে ছাত্র ইউনিয়নের ৭৩ বছরের ইতিহাস নিয়ে গীতি আলেখ্য পরিবেশন করেন উদীচী সংসদের শিল্পীরা। পরে সাংস্কৃতিক ইউনিয়নের বহুমাত্রিক পরিবেশন শেষে শুরু হয় মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান। এতে গান পরিবেশন করেন বিখ্যাত লালন ব্যান্ডের সুমি ও জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনসহ ব্যান্ড জনতার একদল শিল্পী গোষ্ঠী। এ সময় কয়েক হাজার তারুণের উপস্থিতি উপচে পড়ে টাউন হল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও। তবে অনুষ্ঠানের শেষদিকে এসে দুই দলের দর্শকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিন বিকেলে অনুষ্ঠানের শুরুতে ছাত্র সমাবেশের উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল আজিজ তালুকদার। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি সুসজ্জিত শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের টাউন হলে এসে আলোচনা সভায় অংশ নেয়।
এতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গকুল সূত্রধর মানিকের সভাপতিত্বে এবং মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি নাঈম হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে কথা বলেন ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রেদোয়ান হোসেন সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, আব্দুর রব মোশারফ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি মনিরা বেগম অনু প্রমুখ।