গলায় ফাঁস নিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে আলীপুর অগ্রাণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা খালেকের মেয়ে।
নিহত রিমির মা খাদিজা বেগম বলেন, পরীক্ষা শেষে রিমি বাসায় এলে আমি খাওয়ার জন্য ডাকি। পরীক্ষা ভালো হয়নি জানিয়ে রুমের ভেতর চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে দেখি রুমের ভেতর থেকে দরজা আটকানো। পরে ঘর মালিককে খবর দেই। তারা গিয়ে জানালা দিয়ে দেখে সে নিচে পরে আছে, এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম ডা. জেএইচ খান লেলীনের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।