রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:২৪, ২০ এপ্রিল ২০২৫

কৃষক লীগের নেতার বাড়িতে মামুনুল হক, ফেসবুকে আলোচনার ঝড়!

কৃষক লীগের নেতার বাড়িতে মামুনুল হক, ফেসবুকে আলোচনার ঝড়!
সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করেন এক কৃষকলীগ নেতার মায়ের কুলখানি অনুষ্ঠানে। এ নিয়ে জেলা পর্যায়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় বইছে।

 

শনিবার (১৯ এপ্রিল) নেত্রকোণার পূর্বধলা উপজেলার মাজারুল ইসলাম সোহেল নামের এক কৃষক লীগ নেতার বাড়ির কুলখানি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। 

 

মাজারুল ইসলাম সোহেল ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ সহ-সভাপতি ছিলেন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী হিসেবে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এলাকাবাসী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন পুর্বধলার জারিয়া এলাকার জিয়াউল হক। সেই জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী কৃষক লীগের ওই কেন্দ্রীয় নেতা।

 

সোহেলের ৭২ বছর বয়সী বৃদ্ধ মা হালিমা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। জুগলি গ্রামের শিল্পপতি ও কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেলের মায়ের কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিকেলে উপজেলার হেলিপ্যাড মাঠে হেলিকপ্টার মাধ্যমে আসেন মামুনুল হক। পরে সেখান থেকে প্রাইভেটকারযোগে জুগলি গ্রামের ওই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

 

এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশপাশের এলাকার মানুষও ভিড় জমান সোহেলের বাড়িতে। কেউ কেউ আসেন হেলিকপ্টার দেখতে। তবে হেফাজত নেতা, কৃষক লীগ নেতার দাওয়াতে অংশগ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে খেলাফত মজলিস বাংলাদেশ পূর্বধলা থানার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, মামুনুল হকের পূর্বধলায় আগমনের বিষয়টি আগে থেকে অবগত না। আমি হেলিকপ্টার এসেছে এমন খবর শোনার পর খোঁজ নিয়ে জানতে পারি মামুনুল হক সাহেব এসেছেন। এটি কোনো দলীয় সফর নয়, একান্তই উনার ব্যক্তিগত সফর। একজনের বাড়িতে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন আমি এতটুকু বলতে পারি। এখানে রাজনৈতিক কোনো বিষয় সম্পৃক্ত নয়। একজনের মা মারা যাওয়ার পর দোয়া অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন এটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই।

 

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেল ৫টায় একই হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্য রওনা দেন মামুনুল হক।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়