রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৩:৫৭, ২০ এপ্রিল ২০২৫

বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ

বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ
সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। আধা ঘণ্টা পর পুলিশের উপস্থিতে যান চলাচল স্বাভাবিক হয়।

 

জানা যায়, শনিবার রাতে ছত্রাজিতপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টুর ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি মোটরসাইকেল রাখে। এ নিয়ে রাসেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধস্তাধস্তি হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর আশরাফুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের অবরোধ করে স্থানীয় জনতা। ফলে উভয় পাশে আটকা পড়ে শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পুলিশের উপস্থিতে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়