চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এ মিছিলটি হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এসব স্লোগান দেন। মিছিলে অংশ নেন অন্তত কয়েকজন নেতাকর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলের নেতৃত্ব দেন নগর যুবলীগের নেতা হানিফ। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল- ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলটি খুব সকালে হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করি। বাকিদের