রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) উপজেলার মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর মজিদ উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
ওসি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।