কমপ্রেসার দিয়ে শরীরে গ্যাস ঢুকিয়ে পৈশাচিক হত্যাকাণ্ড, এলাকায় উত্তেজনা

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় ভয়াবহ ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। একটি বাইক সার্ভিসিং দোকানে কমপ্রেসার মেশিনের মাধ্যমে চার বছরের শিশু আবু বকর সিদ্দিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যা
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের মালিক সুজন ও তার ১২ বছর বয়সী সহকারী আকাশ শিশুটিকে নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটির পায়ুপথ দিয়ে জোরপূর্বক গ্যাস ঢুকানো হলে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কিন্তু দুর্বৃত্তরা থামেনি। অত্যধিক চাপের ফলে শিশুটির পেট ফেটে যায় এবং সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েই মৃত্যু
শিশু আবু বকর সিদ্দিক স্থানীয় একটি পরিবারের সন্তান। তার বাবা মো. জাবেদ একজন শ্রমিক এবং মা আয়শা বেগম একটি পোশাক কারখানার কর্মী। শিশুটির বড় ভাই জিহাদ ঐ বাইক সার্ভিসিং দোকানেই কাজ করত। ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েই সে নৃশংসতার শিকার হয়।
গ্রেপ্তার সহকারী, মামলা প্রক্রিয়াধীন
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে। তিনি বলেন, “এটি একটি চরম অমানবিক ও পাশবিক হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।” এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসে, প্রতিবাদে ফেটে পড়ে। তারা এই বর্বর ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যেন ভবিষ্যতে এমন নির্মমতা আর কেউ না দেখে।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—শিশুরা কতটা অরক্ষিত পরিবেশে বড় হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজকেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হতে হবে। প্রতিটি শিশু যেন নির্ভয়ে বেড়ে উঠতে পারে, সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা।