গভীর রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন

পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, খড় ও খড়ি রাখার টিনশেড ঘরেই আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, "মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।"
তিনি আরও বলেন, “আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় আছেন। যদি আগুন আমাদের থাকার ঘরে লাগতো, তাহলে তাকে বের করে আনা সম্ভব হতো না। এখন পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। চার মাস বয়সী নাতি-নাতনিদের নিয়েও দুশ্চিন্তায় আছি।”
সাদ্দামের বড় ভাই প্রিন্স বলেন, "সকলের দ্রুত সহযোগিতায় আমাদের জীবন রক্ষা পেয়েছে।"
বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।”
আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, “এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাদ্দাম হোসেনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছিল বলে অভিযোগ রয়েছে।