নাটোরে ইসরায়েলবিরোধী মিছিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নাটোরের বড়াইগ্রামে ইসরায়েলবিরোধী মিছিল ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে নাটোর সদর হাসপাতালে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের কামরদহ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলবিরোধী মিছিল ও কুশপুত্তলিকা দাহ করছিলেন স্থানীয় বিএনপি কর্মীরা। এ সময় বিএনপির অপর একটি পক্ষের বলেন- ‘নামাজ পড়ে না আসছে মিছিল করতে।’
এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে জুয়েল, মোতালেব, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম নামে চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে জাহিদুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।