তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় ছাত্রদল-যুবদল নেতা আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
তারা হলেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর ও ইছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদের।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তবে হামলার ঘটনায় এখনও মামলা হয়নি।
গতকাল সাগর হোসেন শুক্কুর ও আব্দুল কাদেরকে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। শুক্কুর রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে সোন্দড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও কাদের একই গ্রামের আব্দুল আউয়াল মমিনের ছেলে।
প্রসঙ্গত, ৩০ মার্চ রাতে বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।