বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৪৭, ৭ এপ্রিল ২০২৫

বেগমগঞ্জে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বেগমগঞ্জে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ফেন্সিডিল বিক্রির সময় হাতেনাতে মো. জসিম উদ্দিন সুজন (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

রবিবার (৬ এপ্রিল) চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের সোনালী ব্যাংক পিএলসির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জসিম উদ্দিন সুজন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে। তিনি সেনবাগ উপজেলার সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। 

পুলিশ জানায়, জসিম উদ্দিন  চৌমুহনী পূর্ব বাজার সোনালী ব্যাংকের সামনে ফেন্সিডিল বিক্রি করছে বলে খবর পায় জেলা গোয়েন্দা শাখা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই বোতল ফেন্সিডিল বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করেন। তারপর তার হেফাজতে থাকা ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোহাম্মদ আশরাফ উদ্দিন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদককারবারি জসিম উদ্দিন সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুজন একজন মাদককারবারি। তাকে মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়