বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ১৯ মার্চ ২০২৪

অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১
অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের এক সদস্যকে গতকাল সোমবার রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (১৯ মার্চ) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জরুল হক তপু নামে এক ব্যক্তির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম ও ফুল টাইম চাকরির প্রস্তাব দিয়ে একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় ভুক্তভোগী মঞ্জুরুল হক প্রতারকদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠান।

এরপর প্রতারকরা ভুক্তভোগীকে টেলিগ্রামের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকেরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বলে। ভুক্তভোগী সরল বিশ্বাসে তাদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে সর্বমোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকরা ভুক্তভোগীকে তাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তিনি আরও জানান, এ বিষয়ে ভিকটিম গত সোমবার ডিএমপির ভাষানটেক থানায় একটি মামলা করেন। এই মামলায় প্রতারক চক্রের সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি মোয়াজ্জেম হোসেনের। এই অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আ/ম

জনপ্রিয়