শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নাটোর প্রতিনিধি :

প্রকাশিত: ১০:১৯, ৪ এপ্রিল ২০২৫

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’, দাতা আটক

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’, দাতা আটক
সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠাসহ চোখ তুলে নেওয়ার হুমকির ঘটনায় সেই সাইনবোর্ড দাতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ডিজিটাল সাইনবোর্ড দাতা ইমদাদুল হক লিটনকে নাটোর আদালতে পাঠানো হয়। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’— এমন বার্তা প্রদর্শিত হয়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবোর্ডটি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক  বলেন, প্রাথমিক তদন্ত শেষে সন্দেহজনকভাবে তাকে (দাতাকে) আটক করা হয়। কেননা তার কাছে এটার পাসওয়ার্ডসহ সকল কিছু ছিল। তাকে আজকে আদালতের সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়