নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
বুধবার (২ এপ্রিল) নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, বিএনপি নেতা কামরুল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিব, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজীসহ জেলা, উপজেলা, পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তরা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান ও তার দোসরদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।