পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ খবর পেয়ে দুইজকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বামরাইলে তাদের দুজনকে এক রশিতে বেঁধে মারধর করা হয়। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে ঘটেছে।
আটককৃতরা হলেন- গৌরনদী উপজেলার পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও তার পরকীয়া প্রেমিকা উজিরপুরের বামরাইল গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বৈদ্যুতিক খুঁটিতে সৌদি প্রবাসীর স্ত্রী ও সাদ্দাম হোসেনকে বেঁধে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন যুবক। নির্যাতনের শিকার নারী অনুনয় বিনয় করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয়দের দাবি, সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনেকদিন ধরেই সাদ্দাম হোসেনের প্রেমের সর্ম্পক চলে আসছে। মঙ্গলবার সকালে ওই নারী ও সাদ্দাম হোসেনকে এক ঘরে পেয়ে আটক করে গ্রামবাসী মারধর করে।
যদিও আটক সাদ্দামের বাবা আকবর হোসেন দাবি করেছেন, বামরাইলের ওই নারী কয়েকদিন আগে তার দোকান থেকে সেলাই মেশিন কেনেন। ওই নারী জানান সেলাই মেশিনের মোটর নষ্ট হয়ে গেছে। নষ্ট মোটর ঠিক করতে ওই নারীর বাড়িতে গেলে প্রতিবেশীরা মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে নির্যাতন করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে। আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়েছি। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।