বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:১২, ৩০ মার্চ ২০২৫

গাজীপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ২

গাজীপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ২
সংগৃহীত

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের সাথে উল্টো পথে আসা অটোরিকশার এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টা দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়