গাজীপুরে কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় শ্রমিকেরা সকাল সাড়ে ৭টা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার টপস্টার এলাকায় হ্যাগ নীট ওয়্যার নামের কারখানায় এ শ্রমিক এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে টালবাহানা করে আসছে। এ অবস্থায় সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানার ফটকে তালা ঝুলানো দেখতে পান। এতে উত্তেজিত হয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে সকাল সাড়ে ৮টা থেকে ফের যানবাহন চলাচল শুরু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।