শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১৫:৫৫, ২১ মার্চ ২০২৫

তারেক রহমান মামলা থেকে খালাস পাওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল

তারেক রহমান মামলা থেকে খালাস পাওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল
সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলায় থেকে খালাস পাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দ মিছিল করেছে  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে এ মিছিল করা হয়।

বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিম্ন আদালতে তার বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলা ‘হত্যা মামলায় দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেন’ অভিযোগ থেকে তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারিক আদালত। এর ফলে বিচারিক আদালতে তার নামে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা মো. ইব্রাহিম পার্টি ঢাকা পোস্টকে বলেন, এখন কোনো মামলা না থাকার কারণে আমাদের নেতা তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। তাই আনন্দে আমরা নিঝুমদ্বীপ জুড়ে আনন্দ মিছিল করেছি। আমরা সবাই খুবই আনন্দিত। আমরা চাই নেতা এসে আমাদের দিকনির্দেশনা দিন, আমরা তাতে আরও সুশৃঙ্খলভাবে থাকতে চাই।

হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীদের আগ্রহ, যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরছেন কবে সে বিষয়ে। বিভিন্ন সংবাদমাধ্যম তার ফেরার বিষয়ে বিভিন্ন সময়ের কথাও বলেছিল। তবে বিএনপির শীর্ষ নেতারা আইনি বাধা কাটানোর কথা জানিয়েছিলেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, কেবল আইনি বাধা নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি ও তার নিরাপত্তার বিষয়টি জড়িত।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়