শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ১৫:৫৩, ২০ মার্চ ২০২৫

৩ দি‌নের রিমা‌ন্ডে ছাত্রলীগ নেতা সাদ্দাম 

৩ দি‌নের রিমা‌ন্ডে ছাত্রলীগ নেতা সাদ্দাম 
সংগৃহীত

ছাত্রলী‌গের কু‌ড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন নয়নের ৩ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হ‌লে বিচারক মজনু মিয়া এ আদেশ দেন। ছাত্রলীগ নেতা সাদ্দা‌ম হো‌সেন নয়নের আইনজীবী শাখাওয়াত হো‌সেন এ ‌বিষয়‌টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দি‌কে রংপুর শহরের জাহাজ‌ কোম্পা‌নি মোড় থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রে কু‌ড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলি‌শের এক‌টি দল।

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দা‌ম হো‌সেন নয়ন। গ্রেপ্তা‌রের পর বৃহস্প‌তিবার দুপু‌রে আশিক হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাদ্দামকে আদাল‌তে তুলে ১০ ‌দি‌নের রিমান্ড চাওয়া হ‌য়। বিচারক তিন দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

কু‌ড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হা‌বিবুল্লাহ জানান, দুপুর ১২টায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হো‌সেন‌ নয়নকে আদালতে তোলা হয়। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক মজনু মিয়া তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়