পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে নির্যাতন!

কুমিল্লার চান্দিনায় এনজিও’র পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারের একটি বাগানে এ ঘটনা ঘটে। তারা আইডিএফ নামে একটি এনজিও’র চান্দিনা শাখায় কর্মরত। পরদিন মঙ্গলবার চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন এনজিও’র পুরুষ কর্মী তারেক রহমান।
আইডিএফ এনজিও’র ঋণ আদায়কারী তারেক রহমান জানান, কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দেয়ার পরেও কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলিট করবে বলে জানায়।
এদিকে ২০ হাজার টাকা নেয়ার পরও অভিযুক্তরা নারীকে অত্যাচার করে। গ্রামবাসী ঘটনা জানতে পেরে অভিযুক্তদের ধাওয়া দেয়।
চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানান, হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদের থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।