বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গাইবান্ধা প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৫৮, ১৮ মার্চ ২০২৫

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষা শেখ হরিচন্ডিপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিষা শেখ স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ভুট্টা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কাছে ডেকে নেন। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি শিশুটির পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জানতে পেরে পুলিশকে অবহিত করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ এনে শিশুটির পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা দ্রুত অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করি।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত বিষা শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়