বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পিরোজপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৫৫, ৮ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ, আহত ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ, আহত ৫
সংগৃহীত

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাথে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন ৫জন । পরে পুলিশ এসে আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬) এবং মো. মুঈন উদ্দিন (২৭)। এদিকে, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সানি, সানজিদসহ কয়েকজন তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যান। সেখানে ৫-৭ জনের একটি সশস্ত্র দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর আকস্মিক হামলা করে। হামলার খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহতদের মধ্যে সানির আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্টের মাধ্যমে তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়