বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফরিদপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:৫১, ৬ মার্চ ২০২৫

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সিকদার লিটন গ্রেফতার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সিকদার লিটন গ্রেফতার
সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় সিকদার লিটন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ মার্চ) ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, সিকদার লিটনকে আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আলফাডাঙ্গা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, অসংখ্য মামলার আসামি সিকদার লিটন। তার নামে আলফাডাঙ্গা থানায় একটি রাজনৈতিক, তিনটি চাঁদাবাজি, দুটি মারামারির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

ওসি আরও বলেন, সিকদার লিটন বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়