লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল গ্রেফতার

রাজধানী ঢাকা থেকে লালমনিরহাটে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট সদর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) স্বাদ আহমেদ এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শ্যামলের নামে কি কি মামলা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার একটি স্থান থেকে তাকে আটক করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।