বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ১৮:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৯ জন গ্রেফতার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৯ জন গ্রেফতার
সংগৃহীত

চট্টগ্রামের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩), মো.আবু ফয়সাল (৩৩), মধুসদন দত্ত (৪৫), মো.শওকত হোসেন প্রকাশ বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), নূর হোসেন (৪৮), মো.ইমন (৩৪), মো.আবু হানিফ (২৫), মো.শুক্কুর আলী বাবু (২৩), মো.পান্না শেখ (১৯), মো.আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২), মো.মুরাদ (৩৫),রবিন দাশ (২৭),মোহাম্মদ রাহাদ (২০), শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও ফয়সাল আহমেদ প্রকাশ মানিক (৪২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে শুক্রবার ৪০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়