‘অনলাইন’ গ্রুপের এমডি ভূমিদস্যু আক্তারুজ্জামান আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘অনলাইন গ্রুপের’ এমডি খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে যৌথ বাহিনী আটক করে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-২ এর স্টাফ অফিসার (মিডিয়া) খান আসিফ অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাসায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি বলেন, তার নামে কয়েকটি মামলা রয়েছে শুনেছি। আটকের পর তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যাচাই–বাচাই চলছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীম ভিউজ বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।