বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যশোর প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

যশোরে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ২

যশোরে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ২
সংগৃহীত

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। 

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে আট-দশজনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

তিনি আরও বলেন, আটকের পরপরই দুইজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়