মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫

মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার বিএনপির

মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার বিএনপির
সংগৃহীত

সম্মেলন স্থগিত হওয়ার ঘটনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসের পর এ হরতাল প্রত্যাহার করেন তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।

তিনি বলেন, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে মহাসচিবের সঙ্গে কী কথা হয়েছে তা তিনি প্রতিবেদককে জাননি।

জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। এ কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। দীর্ঘদিন পর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। আজ শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়