বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ২৪ জানুয়ারি ২০২৫

অডিটের দাবি ব্যবসায়ীদের

মুসলিম বাজার ব্যবসায়ী সমিতিতে ৮৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

মুসলিম বাজার ব্যবসায়ী সমিতিতে ৮৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

রাজধানীর মিরপুর-১২ তে অবস্থিত মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেডের বিগত ১৭ বছরের কমিটির বিরুদ্ধে ৮৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ বাজার ব্যবসায়ীদের। বেসরকারি অডিট ফার্মের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।  

বৃহস্পতিবার বিকেলে মুসলিম বাজারে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে এ কথা জানান ব্যবসায়ীরা।

এসময় তারা বিগত ১৭ বছরে সমিতির প্রতিটি আয় ব্যায়ের সঠিক হিসাব দিতে হবে অন্যথায় আরো কঠোর আন্দোলন এবং প্রেসক্লাবে মানববন্ধনসহ সমবায় অফিসে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন।  

প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত শাসনামলে সরকারের দোসররা ভোট না করেই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সিলেক্টেড হন। এর পর তাদের আর পিছে ফিরে তাকাতে হয়নি। লুটপাট করেছে কোটি কোটি টাকা। আর এই লুটপাটের নেতৃত্ব দেন তৎকালীন সভাপতি আলহাজ মো. কবির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আলহাজ কদম আলী মাদবর। এ লুটপাটে সঙ্গ দেন আলহাজ অধ্যাপক মো. দিলওয়ার হোসেন, আলহাজ মো. আব্দুর রহমান, মো. হাবিববুর রহমান হাওলাদার, ইঞ্জিনিয়ার এসএম বাবলুর রহমান, ইফতেখারুল ইসলাম, ইসমাইল হোসেন, সামছুল হক, নুরুল ইসলাম, লাল মিয়া মল্লিক ও সামছুন নাহার। তাদের সকলের বিরদ্ধে অনিয়ম-দুর্নীতির একাধিক তথ্য দেন সাধারণ ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে মো. বশির উদ্দিন, মো:নুরুল হুদা, সিদ্দিকুর রহমান, ও আশিক এলাহীসহ অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরো জানান- ১৭ বছর আগে সাজ্জাদ-সেলিম পরিষদকে জোর পূর্বক বিদায় করার সময় সমিতির একাউন্টে প্রায় ২ কোটি ৮২ লাখ টাকার মতো থাকার কথা, সেই টাকা পরে কই গেলো? এর সঠিক হিসাব দিতে হবে। ৯৯৪ জন সদস্য নিয়মিত ১২০ টাকা করে বছরে ১৪ লাখ ৩১ হাজার ৩৬০ টাকা ১৬ বছর যাবত জমা করে আসছেন। নতুন পুরাতন অনেকেই টাকা জমা দিয়েও দোকান পান নাই, দেয়া হয়নি টাকার কোন রশিদ, কাগজে কলমে ২৬০ টি দোকানের কথা উল্লেখ থাকলেও মুসলিম বাজারে দোকান রয়েছে ৩৩৫ টি, এর সঠিক যাচাই-বাছাই করতে হবে। এমন অসংখ্য দুর্নীতি ও অনিয়মের কারণে আজকে ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করতে বাধ্য হয়েছে বলেও জানান তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়