যুবলীগ নেতা রাজা গ্রেফতার

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) রাতে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।
সদর থানার এসআই তানভীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ধানমন্ডি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে সদর থানায় গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতারের পরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।