বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

জামালপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:০২, ২১ জানুয়ারি ২০২৫

জামালপুরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৮ নেতা আটক

জামালপুরে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৮ নেতা আটক
সংগৃহীত

জামালপুরে গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ৮ নেতাকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি পাথালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। পরিকল্পনা করার সময় গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যাক্তিরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। 

আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে, মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (১৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো. শামীম (৩৮) ও বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্রের ছেলে বিজয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, নাশকতার পরিকল্পনার সময় গোপন বৈঠক থেকে ৮ জনকে আটক করা হয়েছে। তারা কি ধরনের পরিকল্পনা করছিল তা তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়