বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:৫০, ২১ জানুয়ারি ২০২৫

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতা আটক হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেন।

আটক সোহান মোল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও গিমাডাঙ্গা এলাকার ওলিয়র রহমানের ছেলে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহান মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়