বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:২৭, ২১ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে আ.লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামে আ.লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের নেত্রী মতি শিউলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২০ জানুয়ারি) শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান। তিনি বলেন, বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দো‌ল‌নে হামলার অ‌ভি‌যো‌গে দা‌য়ে‌র হওয়া বি‌স্ফোরক আই‌নের মামলায় তাকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
 
অন্যদি‌কে একই দিন দুপু‌রে রাজারহাট উপজেলার রাজারহাট বাজার থে‌কে উপ‌জেলার চা‌কিরপশার ইউ‌নিয়‌ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস ছালামকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। প‌রে তা‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। 

রাজারহাট থানার ও‌সি আশরাফুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়