বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরা প্রতিনিধি :

প্রকাশিত: ১১:১৭, ১৩ জানুয়ারি ২০২৫

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
সংগৃহীত


মাগুরায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় রুমান আলী (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।

রবিবার (১২ জানুয়ারি) মাগুরা সদরের ভাবনহাটির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান আলী আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর গণমাধ্যমকে বলেন, নিহতের মরদেহ মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী রিয়া খাতুন মাগুরা সদর থানায় সড়ক পরিবহন আহনে মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়