কুষ্টিয়া বিএনপির কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ
করার দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ ও অনশন করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও অনশন করেন তারা।
সমাবেশ থেকে দাবি জানানো হয়, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মজমাদার বলেন, ‘কুষ্টিয়া জেলা বিএনপি যে কমিটি ঘোষণা করা হয়েছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি এই কমিটি ভেঙে দিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হোক।’
তিনি বলেন, ‘এখানে যারা আমরা এসেছি বিগত আন্দোলনে সংগ্রামের সবার ফটো রয়েছে। কিন্তু যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা ছবিও দেখাতে পারবে না।’
এর আগে গত ৬ জানুয়ারি কুষ্টিয়ায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।
তিন দিনের ওই কর্মসূচি অনুযায়ী গত বুধবার কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।