৩ দফা দাবিতে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে ২০০৯ সালে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা মানববন্ধন করেছেন।
রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি আকতারুজ্জামান, সাবেক হাবিলদার রুহুল আমিন, সাবেক হাবিলদার সোহরাব হোসেন, সাবেক নায়েক মাহবুবর রহমান, সাবেক বিডিআর সদস্যের স্ত্রী লাকি, সাবেক সিপাহি সোহেল রানা, জেলা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি বাইজিদসহ অন্যান্যরা।
বক্তারা তিন দফা দাবি তুলে বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ বিডিআর অফিসার আর তাতে বাধা প্রদান করতে গিয়ে ১৫ বিডিআর জোয়ান ও দুই বেসামরিক লোকসহ মোট ৭৪ জন হত্যাকাণ্ডের পিছনে দায়ী ব্যক্তি এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে সব বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ এবং খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি করেন তারা।
প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সব প্রকার সুযোগ-সুবিধা ও পুনরায় চাকুরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ২-এর (ঙ) নম্বর ধারা বাদ দিতে হবে।