শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শরীয়তপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:০৭, ৯ জানুয়ারি ২০২৫

জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’
সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে থানা ভবনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। পরে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আল–আমিন আত্মহত্যা করেছেন।

ওসি আল–আমিনের বাড়ি বরিশালের মুলাদী এলাকায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।

জাজিরা থানা সূত্র জানায়, জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল–আমিন। আজ বেলা সোয়া একটার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসি আল–আমিনের দেহ তাঁর থাকার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে। পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান।

শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওসি আল–আমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শরীয়তপুরের এসপি বেলা তিনটার দিকে বলেন, ঢাকা থেকে ফরেনসিক টিম আসার পরে আল–আমিনের দেহ নামানো হবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে। তাঁর পরিবারকে খবরটি জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আলাদিনের চেরাগ নেই, ঘষা দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টানিজ বাসা থেকে শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যাক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুলরক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে দেশের কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলাচট্টগ্রাম আদালত ভবন থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিলমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি ২৩ জানুয়ারিআলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান, বকশীবাজার-চকবাজার রোডে যান চলাচল বন্ধসাভারের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় আগুন লেগে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রীর মৃত্যু, আহত ৭আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব