ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট বিপ্লবে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের নেতা মনির হোসেন ওরুফে মোবাইল মনিরকে (৫০) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, জুলাই-আগস্ট বিপ্লবে সাভারে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মনির হোসেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গণমাধ্যমকে বলেন, মনিরকে গোপন সংবাদের ভিত্তি সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।