সাভারে মাদকসহ আটক ৩
সাভারে ২০০ পুরিয়া হেরোইন ও ২৫০ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের টোলপ্লাজা এলাকায় ও আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ থেকে পৃথক অভিযানে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন— সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের টোলপ্লাজা এলাকার হামিদের ছেলে মোকলেছ (৪০) এবং একই এলাকার আজিজের ছেলে সবুজ ও কুড়িগ্রামের চিলমারী থানার পুটিমারী গ্রামের মৃত ফয়জার আহাম্মদের ছেলে আসাদুল ইসলাম (৩২)। তিনি সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় আড়িয়ারমোড় মহল্লায় রুবেলের মালিকানাধীন ভাড়া বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের টোলপ্লাজা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মোকলেছকে ও সবুজকে আটক করা হয়। এ সময় মোকলেছের কাছে ২০০ পুরিয়া হেরোইন এবং সবুজের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।