মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৪২, ৫ জানুয়ারি ২০২৫

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (৫ জানুয়ারি) বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারিক।

তিনি বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে। এখনো যৌথবাহিনী সেখানেই কাজ করছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বা আটক করা হয়েছে এবং তাকে আটকের সময় কি কি উদ্ধার হয়েছে বা হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়