মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

নাটোর প্রতিনিধি :

প্রকাশিত: ১২:২১, ৫ জানুয়ারি ২০২৫

নাটোরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৫

নাটোরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৫
সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা সদস্যসহ ৫জন আহত হয়েছেন। 

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন - আড়বাব ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ হোসেন, নাতি জয়, জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কর্মী জয় তার ফেসবুকে পোস্ট করেন। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জয়কে মারধর করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। এতে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে তারা। এ ঘটনার পরই বিএনপি নেতা-কর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে গিয়ে ভাঙচুর করে। এতে এক সেনাবাহিনীর সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়