মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

মাগুরা প্রতিনিধি :

প্রকাশিত: ১১:১০, ৫ জানুয়ারি ২০২৫

মাগুরায় সাবেক কাউন্সিলর বাবু মীর গ্রেফতার

মাগুরায় সাবেক কাউন্সিলর বাবু মীর গ্রেফতার
সংগৃহীত

মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর শহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) মাগুরা শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২২ সালের ২৭ আগস্ট মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার তাহাজ্জেদ শরীফের ছেলে মিলন শরীফ নামে একজন সংবাদকর্মীর ওপর হামলা এবং মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় দায়ের করা মামলাটিতে মীর শহীদুল ইসলাম বাবু এজাহারনামীয় ১২ নম্বর আসামি। এ মামলায় সুনির্দিষ্ট ২৬ জনসহ অজ্ঞাত একশ থেকে দেড়শ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে মাগুরা শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়