রোববার ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

খুলনা প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:২৫, ৩ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা
সংগৃহীত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। 

হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী, নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমিসহ ৮ জন আহত হন। এর মধ্যে ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, তারা শিববাড়ি মোড়ে দাড়িয়ে সাংগঠনিক বিষয়ে কথাবার্তা বলার পর চলে যাচ্ছিলেন। এ সময় ১৬/১৭ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এতে ৮ জন আহত হন। তবে কারা কী কারণে তাদের উপর হামলা চালিয়েছে তা জানাতে পারেননি তারা।

এদিকে হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  

সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিববাড়ি মোড়ে হাতাহাতি হয়েছে বলে খবর শুনে আমরা সেখানে গিয়ে কাউকে পাইনি। এখনও কেউ কোনো অভিযোগ করেনি।

জনপ্রিয়